আজি ঝরো ঝরো মুখর বাদর দিনে
জানি নে, জানি নে
কিছুতেই কেন যে মন লাগে না ।।
Robindro Sangeet is the heart of our bengali literature. The lyrics of these songs enchant our mind. Those who don't want to listen Tagore Sangeet surely do not understand its' speeches. I'm hopeful that lyrics of Robindro Sangeet will surely touch our heart. So here is a try to collect the lyrics of most popular Robindro Sangeet.
Monday, March 23, 2015
ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো
রাগ: কীর্তন
তাল: একতাল
রচনাকাল (বঙ্গাব্দ): ৮ আশ্বিন, ১৩০৪
রচনাকাল (খৃষ্টাব্দ): 1897
রচনাস্থান: সাজাদপুর
স্বরলিপিকার: অনাদিকুমার দস্তিদার
ভালোবেসে, সখী, নিভৃতে যতনে
আমার নামটি লিখো-- তোমার
মনের মন্দিরে।
তাল: একতাল
রচনাকাল (বঙ্গাব্দ): ৮ আশ্বিন, ১৩০৪
রচনাকাল (খৃষ্টাব্দ): 1897
রচনাস্থান: সাজাদপুর
স্বরলিপিকার: অনাদিকুমার দস্তিদার
ভালোবেসে, সখী, নিভৃতে যতনে
আমার নামটি লিখো-- তোমার
মনের মন্দিরে।
Sunday, March 22, 2015
মাঝে মাঝে তব দেখা পাই
রাগ: কাফি
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ৯ মাঘ, ১২৯১
রচনাকাল (খৃষ্টাব্দ): 1885
স্বরলিপিকার: কাঙ্গালীচরণ সেন
মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না?
কেন মেঘ আসে হৃদয়-আকাশে, তোমারে দেখিতে দেয় না?
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ৯ মাঘ, ১২৯১
রচনাকাল (খৃষ্টাব্দ): 1885
স্বরলিপিকার: কাঙ্গালীচরণ সেন
মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না?
কেন মেঘ আসে হৃদয়-আকাশে, তোমারে দেখিতে দেয় না?
বধূ কোন আলো লাগলো চোখে
- সুরকারঃ কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর ।
- গীতিকারঃ কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর
বধূ কোন আলো লাগলো চোখে ।।
বুঝি দীপ্তি রূপে ছিলে সুর্যলোকে
ছিল মন তোমারই প্রতীক্ষা করি
যুগে যুগে দিন রাত্রি ধরি
বড়ো আশা করে এসেছি গো কাছে ডেকে লও
রাগ: ঝিঁঝিট তাল: ত্রিতাল রচনাকাল (বঙ্গাব্দ): 1289 রচনাকাল (খৃষ্টাব্দ): 1882 বড়ো আশা ক'রে এসেছি গো, কাছে ডেকে লও, ফিরায়ো না জননী।। |
যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে
রাগ: বাউল তাল: দাদরা রচনাকাল (বঙ্গাব্দ): ২৫ চৈত্র, ১৩২২ রচনাকাল (খৃষ্টাব্দ): ৭ এপ্রিল, ১৯১৬ রচনাস্থান: শান্তিনিকেতন স্বরলিপিকার: দ্বীনেন্দ্রনাথ ঠাকুর যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না মোর খেয়াতরী এই ঘাটে, চুকিয়ে দেব বেচা কেনা, মিটিয়ে দেব গো, মিটিয়ে দেব লেনা দেনা, |
Friday, March 20, 2015
Subscribe to:
Posts (Atom)