Pages

Friday, March 20, 2015

Amaro Porano Jaha Chay Lyrics (আমার পরান যাহা চায়)


আমারো পরান যাহা চায়

Amaro porano jaha chay 

Tumi tai, tumi tai go Toma chara ar e jogote

mor keho nai kichuu nai go
Amaro porano.
Tumi shukho jodi nahi pao Jao shukhero shondhane jao
ami tomare peyechhi hridoyo majhe
Aro kichu nahi chai go Amaro porano.
ami tomaro birohe rohibo bilino
Tomate koribo bash.
Dirgho dibosho dirgho rojoni
Dirgho borosho maash.
Jodi aaro kare bhalo basho Jodi aaro fire nahi aasho
Jodi aaro kare bhalo basho Jodi aaro fire nahi asho
Tobe tumi jaha chao tai jano pao

Aami joto dukho pai go...




আমার ও পরান ও যাহা চায়
তুমি তাই , তুমি তাই গো
আমার ও পরান ও যাহা চায়
তোমা ছাড়া আর এ জগতে
মোর কেহ নাই কিছু নাই গো
আমার ও পরান ও যাহা চায়
তুমি সুখ ও যদি নাহি পাও
যাও সুখের ও সন্ধানে যাও …(২ বার)

আমি তোমারে পেয়েছি হৃদয় ও মাঝে
আর ও কিছু নাহি চায় গো ও
আমার ও পরান ও যাহা চায়
তুমি তাই তুমি তাই গো
আমার ও পরান ও যাহা চায়
আমি তোমার ও বিরহে
রহিব বিলীন ও
তোমাতে করিব বাস
দীর্ঘ দিবস ও , দীর্ঘ রজনি
দীর্ঘ বরস ও মাস … (২ বার)
যদি আর ও কারে ভালবাসো
যদি আর ও ফিরে নাহি আসো … (২ বার)

তবে তুমি যাহা চাও
তাই যেন ও পাও
আমি যত ও দুঃখ পাই গো
আমার ও পরান ও যাহা চায়
তুমি তাই তুমি তাই গো
আমার ও পরান ও যাহা চায়
তোমা ছাড়া আর এ জগতে
মোর কেহ নাই কিছু নাই গো
আমার ও পরান ও যাহা চায়।।


 English Version Of "Amaro Porano Jaha Chay"

 All That My Heart Wishes For
You Are The One, That You Are.
In This World, Apart From You
I Have None, Nothing I Have.

If You Are Not Happy,
Go In Search Of Happiness,
Got You In My Heart,
Nothing More Do I Desire.

Pining For You, In Your Absence
I Will Fade Myself, To Live In You.
Long Be The Day, Long Be The Night
Long Be Months And Years That Go By.

If You Do Love Someone Else,
If Never Do You Return
Then Whatever You Covet
That You Do Get,
May All Suffering Will Be Mine.

 
আমার পরাণ যাহা চায়


 



4 comments: